বার্তা সংস্থা ইকনা: তিনি ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণ ও যোদ্ধাদের প্রতি অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার ওপর জোর দেন।
সর্বোচ্চ নেতা বলেন, প্রতারক, মিথ্যাবাদী ও জবরদখলকারী ইসাইলের সঙ্গে আপোস-আলোচনার পথ হচ্ছে অপমানের পথ যা ফিলিস্তিনি জনগণের বিজয়কে শুধুমাত্র বিলম্বিত করবে। এ আলোচনার মাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনের জন্য কিছুই আসবে না বরং নিঃসন্দেহে লড়াই ও প্রতিরোধই নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদরে মুক্তির একমাত্র পথ।
সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া ইরানের অবশ্যই পালনীয় দায়িত্ব। ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বরতার মুখে মুসলমান দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন সর্বোচ্চ নেতা।