IQNA

পিকেকে সহযোগিতা করার জন্য ৯০ জন গ্রেফতার

23:49 - October 10, 2018
সংবাদ: 2606955
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি কর্তৃপক্ষ সেদেশের জঙ্গি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সহযোগিতা করার জন্য সন্দেহভাজন ৯০ জনকে গ্রেফতার করেছে।

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করল তুরস্কবার্তা সংস্থা ইকনা: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: তুরস্কের ৮টি প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সহযোগিতা করার জন্য এসকল ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

এখনও পর্যন্ত গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কুর্দিস্তানের ডেমোক্রেটিক পিপলস পার্টি (HDP) রবিবার ঘোষণা করেছে, বিগত তিন দিনে এই দলের ১৪০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে  এসকল ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

তুর্কি সরকার এই পার্টির বিরুদ্ধে পিকেকে সহযোগিতা করার অভিযোগ এনেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ককে এই পার্টকে একটি সন্ত্রাসী সংস্থা বলে অভিহিত করেছে। তবে কুর্দিস্তানের ডেমোক্র্যাটিক পিপলস পার্টি এই অভিযোগ অস্বীকার করেছে।

১৯৮৪ সাল থেকে পিকেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রধানত কুর্দি অঞ্চলে ২০১৫ সালে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর সহিংসতা শীর্ষে উঠেছে।

iqna

 

captcha