IQNA

মিশরে খ্রিস্টানদের বহনকারী বাসে হামলাকারীরা নিহত

23:59 - November 05, 2018
সংবাদ: 2607130
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, এক অপারেশনে মানিয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলাকারী ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, সেদেশের নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অপারেশনে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলাকারী ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: মানিয়া প্রদেশের পশ্চিমা সাহার পাহাড়ি অঞ্চলে মিশরীয় সামরিক বাহিনী বিশেষ অপারেশন চালিয়ে ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
উল্লেখ্য,
শুক্রবার মিশরের মিনিয়া প্রদেশে কপ্টিক খ্রিস্টানরা একটি বাসে করে চার্চের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়। সন্ত্রাসীদের এই হামলার ফলে কমপক্ষে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
iqna

captcha