IQNA

'মসজিদে মসজিদে ঘুরছেন নরেন্দ্র মোদি'

22:11 - November 27, 2018
সংবাদ: 2607367
আন্তর্জাতিক ডেস্ক: সামনে লোকসভা নির্বাচন। নির্বাচনে মুসলিমদের ভোট পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মসজিদে মসজিদে ঘুরছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ইদ্রিস আলি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তৃণমূলের এ নেতা বলেন, এটা ভোটের রাজনীতি। আজ লোকসভা ভোটের আগে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী মুসলিম দরদি হয়ে উঠলেন।

ইদ্রিস আলি বলেন, নরেন্দ্র মোদি একসময় সবার সামনে মুসলিমদের টুপি পরতে চাননি আর আজ তিনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এসব চালাকি মুসলিমরা বোঝে। এভাবে উনি সংখ্যালঘুদের ভোট পাবেন না।

কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি ইদ্রিস আলির। রাজনীতি করছেন প্রায় ৪০ বছর। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন তিনি তৃণমূলের এমপি।

ইদ্রিস আলি বলেন, পুরো বাংলায় বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। হিন্দু-মুসলিমের মধ্যে অশান্তি-বিভেদ ছড়াচ্ছে তারা।

ইদ্রিস আলির মন্তব্য, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে থাকে তৃণমূল। এবার সেই ভোটে ভাগ বসাতে মোদি চালাকির আশ্রয় নিয়েছে। কিন্তু মুসলিমদের একটিও ভোট বিজেপি পাবে না। মুসলিমরা চেনে কে বন্ধু কে শত্রু।

captcha