পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেনেস থেকে থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান এয়ারের এ-৩০০বি২ বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ জন যাত্রী ও ১৬ ক্রু ছিলেন। বন্দর আব্বাস থেকে দুবাইয়ে যাওয়ার সময় হরমুজ প্রণালীর ওপর বিমানটি ভূপাতিত করা হয়। বিমানের ২৯০ আরোহীর সবাই শহীদ হন এবং এর মধ্যে ৬৬টি শিশু ছিল।
মার্কিন কর্মকর্তারা সেসময় মিথ্যা দাবি করেছিলেন যে, তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। কিন্তু পরবর্তীতে সমস্ত লাজ-লজ্জার মাথা খেয়ে যুদ্ধাজাহাজের ক্যাপ্টেনকে পুরস্কৃত করে আমেরিকা।