IQNA

লেবাননের মুফতি;

লেবাননে শুক্রবার থেকে রোজা

19:22 - April 23, 2020
সংবাদ: 2610651
তেহরান (ইকনা)- লেবাননের মুফতি বলেছেন: ১৪৪১ হিজরির রমজান মাসের প্রথম দিন শুক্রবার ২৪শে এপ্রিল থেকে শুরু হবে।

লেবাননের মুফতি শাইখ আব্দুল লতিফ দারিয়ান এক বিবৃতিতে ঘোষণা করেছেন: বুধবার এদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি। এবং বৃহস্পতিবার শাবান মাসের ৩০ তারিখ এবং শুক্রবার ১৪৪১ হিজরির পবিত্র রমজান মাসের সূচনা হবে।

তিনি সকল মুসলমানদের অভিনন্দন জানিয়ে বলেছেন: মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই মাসকে আমাদের জন্য ধার্মিকতা এবং বরকতের মাসে পূর্ণ করেন এবং রোজা ও রমজানের রীতিনীতি পালনের তৌফিক দান করেন।

এদিকে শিয়া ইসলামী সুপ্রিম কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান শাইখ আব্দুল আমির বলেন: চাঁদ দেখার প্রথা অনুযায়ী বুধবার এদেশের কোথাও চাঁদ যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় এদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং শুক্রবার থেকে রোজা শুরু হবে। iqna

captcha