IQNA

শহীদ আবু মাহদিকে অবমাননার জেরে;

MBC চ্যানেলে ইরাকের বিক্ষোভকারীদের হামলা

21:08 - May 19, 2020
সংবাদ: 2610808
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নিহত শহীদ আবু মাহদী আল-মোহান্দেসকে অবমাননার করার জন্য বিক্ষোভকারীগণ বাগদাদে অবস্থিত MBC চ্যানেলের ভবনে হামলা চালিয়েছে।

সম্প্রতি সৌদি আরব কর্তৃক পরিচালিত MBC চ্যানেলে শহীদ আবু মাহদীকে অপমান করা হয়েছে। এজন্য বিক্ষোভকারীরা ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত এই চ্যানেলের অফিসে হামলা চালিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি সহ ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস ৩য় জানুয়ারি মার্কিন বাহিনীর সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করেছেন।

আশির দশকে কুয়েত অবস্থিত মার্কিন দূতাবাসে বোমা হামলার বিষয়ে একটি ডকুমেন্টরে সৌদি অনুমোদিত MBC চ্যানেলটি দাবি করেছে যে, এই হামলায় শহীদ আবু মাহদী আল-মোহনদেস সহযোগিতা করেছিল।

গতকাল সকালে বাগদাদের উত্তরে আল-উজরিয়াহ শহরে ডজন বিক্ষোভকারী এই চ্যানেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রথমে তারা কার্যালয়টি ঘিরে ফেলে এবং পরবর্তীতে কয়েকজন বিক্ষোভকারী ভবনের মধ্যে প্রবেশ করে হামলা চালায়। এর ফলে এই চন্যেলের কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এছাড়াও বেশ কয়েকজন আইন প্রণেতা এবং ইরাকের সরকারি কর্মকর্তারা শহীদ আবু মাহদী আল-মোহনদেসকে অবমাননার প্রতিবাদে ইরাকে এই চ্যানেলের অনুমোদন বাতিল করার আহ্বান জানিয়েছেন। ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটসের প্রধান ফালেহ আল-ফায়াজ’ও এই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। iqna

captcha