IQNA

4:19 - June 24, 2020
সংবাদ: 2611015
তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় ইসলামি বিশ্বের ১১ জন ক্বারির কুরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, সকল ক্বারিগণ এক নিঃশ্বাসে কুরআন তিলাওয়াত করছেন।

প্রত্যেক ক্বারি এক নিঃশ্বাসে এক মিনিটের উপরে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন।

এই ১১ জন ক্বারি হচ্ছেন আহমাদ আহমাদ নায়িনিয়, আব্দুল ফাত্তাহ তারুতী, রফয়াত হুসাইন, হেজাজ আল হিন্দাভী, মুহাম্মাদ আল-লাইছী, সামির আন্তার মুসলিম, মুহাম্মাদ তাব্লাভী, মানসুর জুময়া, মামদুহ আমের, আন্তার সায়িদ মুসাল্লাম এবং আব্দুল ওয়ালি আল-আরকানি (সৌদি আরবের ক্বারি)।

এসকল বিশিষ্ট ক্বারির সুললিত কণ্ঠের কুরআন তিলাওয়াত প্রকাশ করা হল:

iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: