IQNA

ভারতে মসজিদে করোনা চিকিৎসা

0:05 - July 21, 2020
সংবাদ: 2611178
তেহরান (ইকনা): ভারতের গুজরাটে একটি মসজিদে করোনা সেন্টার স্থাপন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

প্রদেশের পঞ্চমহল জেলার গোদরা শহরের আদম মসজিদের নিচতলাকে করোনা চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। যা আগে নারী হজ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো। নারী হাজিরা এখানে হজ সফরের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতেন।

শহরে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের পরিচালনা পরিষদ করোনা সেন্টার করার সিদ্ধান্ত নেয় এবং তা সব ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়।

হাসপাতালে দায়িত্বরত ড. আনোয়ার কাচবা বলেন, ‘স্থানীয় মুসলিম সমাজ ও ডাক্তাররা মসজিদের নিচতলার একটি হল করোনা চিকিৎসাকেন্দ্র করার প্রস্তাব করেন। আমরা জেলার চিফ কালেক্টর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে ৫০ শয্যার করোনা সেন্টার করার অনুমতি চেয়েছিলাম, তারা আমাদের ৩২ শয্যার অনুমতি দিয়েছেন। প্রশাসনের অনুমতি পেয়ে ১১ জুলাই থেকে সেবা প্রদান শুরু হয়েছে। iqna

 

captcha