IQNA

ইমাম আলী (আ.)এর সময়ে লিখিত বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফের অদেখা কিছু চিত্র

2:45 - November 25, 2014
সংবাদ: 2611431
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি জার্মানের টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ কুফি বর্ণমালায় লিখিত অতি প্রাচীন একখণ্ড কুরআন শরিফের সন্ধান পেয়েছে এবং তারা জানিয়েছেন, উক্ত কুরআন শরিফটি ইমাম (আ.) লিখেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআনের ব্যাপারে জার্মানের গবেষকগণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে জানিয়েছেন: ৯৫.৪ শতাংশ পরিসংখ্যান অনুযায়ী কুফি বর্ণমালায় লিখিত উক্ত কুরআন শরিফটি বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাতের ২০ থেকে ৪০ বছর পর এ কুরআন শরিফটি লেখা হয়েছে।

1476338

captcha