IQNA

মাইকে আজান দেওয়ার পক্ষে রায় দিল জার্মানি আদালত

20:26 - September 24, 2020
সংবাদ: 2611528
তেহরান (ইকনা): দীর্ঘ ৫ বছর পর জার্মানের উত্তর রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের একটি মসজিদে মাইকে আজান নিষিদ্ধের মামলায় মুসলিমদের জয় হয়েছে।

মাইকে আজান দেয়া নিষিদ্ধ করার দাবিতে স্থানীয়রা মামলা করেন। টানা পাঁচ বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলাটি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত। ফলে, এখন থেকে শহরটিতে মাইকে আজান দিতে আর কোনও বাধা থাকল না।

জার্মানের পশ্চিমাঞ্চলে অবস্থিত উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের ওয়ার-এরকেনসচিক শহরে অবস্থিত এই মসজিদটি তুরস্কের ইসলামিক সমিতি (দিতিব) কর্তৃক পরিচালিত হচ্ছে। এখন থেকে নামাজের জন্য এই মসজিদ থেকে উচ্চস্বর আযান সম্প্রচার করতে কোনও বাধা নেই।

পূর্বে জুমার নামাজের জন্য দুপুর ১২ থেকে ২টার মধ্যে শুধুমাত্র ১৫ মিনিটের জন্য এই মসজিদের মাইক ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু ২০১৫ সালে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কারণে তা বন্ধ হয়ে যায়।

মসজিদ থেকে প্রায় ৯০০ মিটার দূরে বসবাসরত এক দম্পতির অভিযোগের কারণে টানা ৫ বছর ধরে এই মসজিদ থেকে মাইকে আযান সম্প্রচার বন্ধ ছিল; তারা দাবি করেছিল যে উচ্চস্বরে আযান দেওয়া তাদের ধর্মীয় স্বাধীনতার জন্য ক্ষতিকারক। এই রাজ্যের মুনস্টার শহরের একটি আদালত তাদের যুক্তি প্রত্যাখ্যান করেছে।

প্রিজাইডিং জজ নেট ক্লিনচিটগার রায় দিয়েছিলেন যে, যদি কাউকে অন্যের ধর্মের কাজ করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে অভিযোগ গ্রহণযোগ্য। উচ্চস্বর আযান প্রচারের ক্ষেত্রে কোন অভিযোগই গ্রহণযোগ্য নয়। iqna

captcha