ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআনের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা রিপোর্ট : এ দারুল কুরআনের জনসংযোগ বিষয়ক বিভাগের কর্মকর্তা বলেছেন, শীর্ষস্থানীয় ও নির্বাচিত হাফেজদের নিয়ে গঠিত এ টিমের উদ্দেশ্য হচ্ছে পবিত্র এ দিবসগুলোতে হাফেজ, কারী ও কুরআন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ কুরআন তেলাওয়াত সভার আয়োজন করা।
তিনি বলেন : এ টিমের অপর দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, চল্লিশার অনুষ্ঠানে ইমাম হুসাইনের (আ.) যায়েরদেরকে সেবা দান করা, কুরআন বিষয়ক বিভিন্ন পত্রিকা ও পোস্টার বিতরণ ইত্যাদি।
বলাবাহুল্য, মহররম মাসের ৮ তারিখেও ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাসের (আ.) মাজারের উদ্দেশ্যে আগত একটি প্রতিকী মিছিলের মাধ্যমে ইমাম হুসাইন (আ.) এর সংগ্রাম ও কুরআনিক মূল্যবোধের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করে হাফেজদের এ টিমটি।# 2614726