IQNA

ইমাম হুসাইনের (আ.) চল্লিশা উপলক্ষে ইরাকে হাফেজদের বিশেষ টিম গঠন

9:20 - December 04, 2014
সংবাদ: 2615026
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইরাকের পবিত্র কারাবালা শহরে ইমাম হুসাইনের (আ.) চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে আসা যায়েরদের উপস্থিতির সমসময়ে ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআন মাজারের ‘হযরত যায়নাব প্রাঙ্গনে’ হাফেজদের বিশেষ টিম গঠন করা হয়েছে।


ইমাম হুসাইন (আ.) এর মাজারের দারুল কুরআনের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা রিপোর্ট : এ দারুল কুরআনের জনসংযোগ বিষয়ক বিভাগের কর্মকর্তা বলেছেন, শীর্ষস্থানীয় ও নির্বাচিত হাফেজদের নিয়ে গঠিত এ টিমের উদ্দেশ্য হচ্ছে পবিত্র এ দিবসগুলোতে হাফেজ, কারী ও কুরআন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ কুরআন তেলাওয়াত সভার আয়োজন করা।

তিনি বলেন : এ টিমের অপর দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, চল্লিশার অনুষ্ঠানে ইমাম হুসাইনের (আ.) যায়েরদেরকে সেবা দান করা, কুরআন বিষয়ক বিভিন্ন পত্রিকা ও পোস্টার বিতরণ ইত্যাদি।

বলাবাহুল্য, মহররম মাসের ৮ তারিখেও ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাসের (আ.) মাজারের উদ্দেশ্যে আগত একটি প্রতিকী মিছিলের মাধ্যমে ইমাম হুসাইন (আ.) এর সংগ্রাম ও কুরআনিক মূল্যবোধের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করে হাফেজদের এ টিমটি।# 2614726

captcha