IQNA

ফিনল্যান্ডে ‘ফাতিমা জাহরা (সা. আ.)’ ইসলামিক সেন্টারে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ

17:55 - December 05, 2014
সংবাদ: 2615259
আন্তর্জাতিক বিভাগ: ফিনল্যান্ডে ফাতিমা জাহরা (স. আ.) নামক ইসলামিক সেন্টারে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্স আগ্রহী ব্যক্তিদের উপস্থিতিতে প্রতি সপ্তাহে শনিবার স্থানীয় সময় ১৫টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও ফাতিমা জাহরা (স. আ.) ইসলামিক সেন্টারে আগ্রহী ব্যক্তিদের জন্য প্রতি শনিবার আরবি ও ফার্সি ভাষা কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত ইসলামিক সেন্টারে প্রতি বৃহস্পতি বারে জামাত সহকারে মাগরিব ও এশা নামাজ, দোয়া-ই-কুমাইল এবং জিয়ারতে ওরেছে পাঠ করা হয়।
ফাতিমা জাহরা (স. আ.) ইসলামিক সেন্টারে গ্রীষ্মকালে স্থানীয় সময় ১:৩০টায় এবং শীতকালে ১২:৩০টায় জুম্মার নামাজ আদায় করা হয়।
2614839

captcha