কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালাউইয়ের ধর্মীয় নেতা মুফতি আব্বাস ১৪ই ডিসেম্বরে সেদেশে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন: শৈশব কাল থেকে শিশুদেরকে অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া সম্ভব তবে এ বয়সে শিশুদেরকে কুরআন শিক্ষা দেওয়াটাও অপরিহার্য।
মুফতি আব্বাসের এ বক্তৃতা মালাউইয়ের রেডিওতে প্রচার করা হয়েছে। তিনি তার বক্তৃতায় আরও বলেন: শিশুরা ধর্মের প্রতি সমর্থন করে। যদি তাদেরকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করা হয় তাহলে জ্ঞান বিকাশের ক্ষেত্রে সহায়তা করবে।
মুফতি আব্বাসের বক্তৃতার পরে সেদেশে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ‘রায়দ কানুঘুম্বা’ বলেন: আগামী বছরে জাতীয় প্রতিযোগিতায় কুরআন অনুবাদ বিভাগ যোগ করা হবে। যাতেকরে তারা যা তেলাওয়াত করছে তা সঠিক ভাবে বোঝার ক্ষেত্রে সহায়তা করে।
আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে মালাউই প্রদেশ অবস্থিত। সেদেশে এক কোটি ছয় লাখ জনগণের মধ্যে ৩৬ শতাংশ জনগণ মুসলমান। সেদেশে খৃষ্টান ধর্মের পর ইসলাম ধর্ম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
2618430