IQNA

মরক্কোয় দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

23:49 - December 24, 2014
সংবাদ: 2626630
আন্তর্জাতিক বিভাগ: মরক্কোর ‘কাসাব্লংকা’ শহরে ২৩শে ডিসেম্বর দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মরক্কোর ‘কাসাব্লংকা’ শহরে ২৩শে ডিসেম্বর বিশ্বের ৩৭টি দেশের ৫০ জন প্রতিনিধির অংশগ্রহণে ‘বাদশাহ মোহাম্মাদ শোশামের পুরস্কার’ শিরোনামে কুরআন হেফজ, তারতিল, তাজভীদ এবং তফসিরের আলোকে দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।
এ প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান মোহাম্মাদ জামিল মুবারক বলেন: অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে প্রতিযোগিতা মান সম্পন্ন হবে। উক্ত প্রতিযোগিতার পাশাপাশি প্রতিযোগিতার বিচারক মণ্ডলীগণের মধ্যে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন: দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য মরক্কো, তিউনিসিয়া, মিশর, সৌদি আরব ও জর্ডানের বিচারক মণ্ডলীদের নিমন্ত্রণ করা হয়েছে। এ প্রতিযোগিতায় তাজভীদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, ১৯ ও ২০ পারার তাফসির এবং তাজভীদ সহকারে ৫ পারা কুরআন হেফজ বিভাগ নির্ধারণ করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মিশর, সেনেগাল, বাহরাইন, ফিলিস্তিন, কুয়েত, মালি, ওমান, লেবানন, বাহরাইন, কাতার, ইয়েমেন, মালয়েশিয়া, পাকিস্তান, কমোরোস, ইন্দোনেশিয়া, রাশিয়া, নাইজেরিয়া, নাইজার, মধ্য আফ্রিকা, আইভরি কোস্ট , ব্রুনেই, গাম্বিয়া, রাশিয়া, জর্ডান, ক্যামেরুন, কঙ্গো, চাদ, সংযুক্ত আরব আমিরাত, সুদান, তুরস্ক ও মরক্কো  এবং ... অংশগ্রহণ করবে।
২৫শে ডিসেম্বর মরক্কোর কাসাব্লাংকা শহরে কুরআন মাহফিলের পর এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
2625242

captcha