IQNA

ভুল প্রিন্টকৃত কুরআন শরীফ বাজেয়াপ্তের চেষ্টায় পাকিস্তানিরা

23:34 - December 26, 2014
সংবাদ: 2633837
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের ধর্মমন্ত্রী সর্দার মোহাম্মাদ ইউসুফ সুসঙ্গত নীতি গ্রহণে মাধ্যমে সেদেশে ভুল প্রিন্টকৃত কুরআন শরীফ বাজেয়াপ্ত করার চেষ্টায় রয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের বিভিন্ন রাজ্যের সচিব ও পাঞ্জাবের কুরআনের বোর্ডের কর্মকর্তার সাতে এক বৈঠকে ধর্মমন্ত্রী ইউসুফ বলেছেন: দেশ জুড়ে যে সকল প্রেসে কুরআন শরীফ প্রিন্ট করা হচ্ছে অবশ্যই সেগুলো পর্যবেক্ষণ করতে হবে।
যে সকল প্রেসে পুরাতন কুরআন শরীফ স্টক রয়েছে সেগুলো খুঁজে বের করার প্রতি ইউসুফ গুরুত্বারোপ করেন।
মুহাম্মাদ ইউসুফ বলেন: পাকিস্তান সরকার প্রতিটি বিভাগে কুরআনের সংস্থা সংগঠনের চেষ্টায় রয়েছে। কারণ পাকিস্তানের জন্য এটি অনেক প্রয়োজন।
এ বৈঠকে অংশগ্রহণকারীরাও ধর্ম মন্ত্রীর নিকট কুরআন প্রিন্ট করার জন্য উচ্চ মান সম্পন্ন কাগজ আমদানি করার আহ্বান জানিয়েছে।
2629766

captcha