কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত শিক্ষা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এ পরীক্ষায় নুরুন নাহার মুহাম্মাদ আদর্শ ছাত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে নুরুন নাহার বলেন: প্রতিদিন ভোরে সূর্য উদয়ের সময় কুরআন তেলাওয়াতের সময়টা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভলো সময় এবং ভোরে কুরআন তেলাওয়াতের পরে আমি আমার স্কুলের পড়াশুনা শুরু করি।
তিনি বলেন: আমি প্রতিদিন সকাল সাড়ে ৫টায় ঘুম থেকে জাগি। কারণ কুরআন হেফজের জন্য ঐ সময়টি সর্বোৎকৃষ্ট সময়। যখন আমি কুরআন মুখস্থ করি তখন সহজেই ক্লাসের পড়াগুলো আমি বুঝতে পারি।
নুরুন নাহার আরও বলেন: ছাত্রী জীবনের সাফল্যের অপর কারণ হচ্ছে পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া।
2636084