IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ড ও মিয়ানমারের প্রতিনিধীর ইরান ভ্রমণ

23:20 - December 30, 2014
সংবাদ: 2656591
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানে শিক্ষার্থীদের জন্য পঞ্চমতম আন্তর্জাতি কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ড ও মিয়ানমারের প্রতিনিধীর ইরানে প্রবেশ করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থাইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের প্রচেষ্টায় মায়ানমার থেকে একজন কুরআনের হাফেজ এবং থাইল্যান্ড থেকে একজন ক্বারী পঞ্চমতম আন্তর্জাতি কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইরানে প্রবেশ করেছেন।
মায়ানমার থেকে সম্পূর্ণ কুরআনের হাফেজ নাসি ইয়া দ্বীন (নাসিরুদ্দিন) এবং থাইল্যান্ড থেকে কুরআনের ক্বারী খামসান লিয়াম কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবেন এবং এ প্রতিযোগিতা তেহরানের মিলাদ টাওয়ারে ১ম জানুয়ারিতে শুরু হবে এবং একাধারে ৪র্থ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
2648056

captcha