কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: টোকিও’র ‘উটসিকা’ মসজিদ এবং হিরো শহরের আরবি ইসলামী ইনস্টিটিউটের পক্ষ থেকে ১৫তম জাতীয় কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও এ প্রতিযোগিতা মুসলিম বিশ্ব এসোসিয়েশন এবং কুরআন হেফজ বিশ্ব সোসাইটির সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। ১৫তম জাতীয় কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারার জন্য জাপানের বিভিন্ন প্রদেশ থেকে বয়স্ক ও শিশুরা টোকিও’তে উপস্থিত হয়েছেন।
পবিত্র কুরআনের একাধিক সুরা হেফজ, অর্ধ পারার অধিক হেফজ, এক পারা হেফজ, দুই পারা হেফজ, পাঁচ পারা হেফজ, সম্পূর্ণ কুরআন হেফজ এবং শিশুদের জন্য কুরআন তেলাওয়াত বিভাগ নির্ধারণ করা হয়েছে।
জাতীয় কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার হিসেবে ওমরা হজ্বে পাঠানো হবে এবং শিশুদের বিভাগে স্বয়ং শিশু ব্যতীত তার পরিবারের এক জন সদস্যকেও ওমরা হজ্বে পাঠানো হবে।
2645809