IQNA

ওমানে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

23:39 - January 02, 2015
সংবাদ: 2669417
আন্তর্জাতিক বিভাগ: ওমানের মাস্কাট শহরের কাবুস মসজিদে ১৪তম কুরআন হেফজ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলের উপস্থিতি ছিলেন।
সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে দাউদ ইবনে যাহরানুল আম্বারী প্রথম স্থান, কুদিস ইবনে হারি ইবনে বুটিয়ুল গাফ্ফার দ্বিতীয় স্থান এবং যাহির ইবনে মুহাম্মাদ ইবনে যুহার আল আবরী তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
২৪ পারা কুরআন হেফজ বিভাগে আব্দুল্লাহ ইবনে খলিফা আল সাবাহী, মুহাম্মাদ ইবনে আহমেদ ইবনে মুহাম্মাদ আল গাঁজালি এবং নুহীল আল নুওয়ায়িম পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন।
১৮ পারা কুরআন হেফজ বিভাগে লাইছ বিন ইসহাক বিন ইউসুফ অলে কানদী, আম্মার বিন সালিম বিন আলী আল হাশেমী এবং মাজিন আন নাজিহার পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন।
এছাড়াও উক্ত প্রতিযোগিতায় ১২, ৬  ও ২ পারা কুরআন হেফজ বিভাগে উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪তম কুরআন হেফজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ওমানের গ্রেড কালচার সেন্টারের মহা সচিব হাবিব বিন মুহাম্মাদ অলে রিয়ামী এবং কর্মকর্তাগণ ও বিজয়ী সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে।
2658776

captcha