কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফারিয়াব প্রদেশে শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মাওলাভী আব্দুল হাসিব ধর্মীয় ওলামাদের পরামর্শে দীর্ঘ সাত বছরে উজবেকি ভাষায় কুরআন অনুবাদ করতে সক্ষম হয়েছে।
পবিত্র কুরআনের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়েছে। এপর্যন্ত একশতের অধিক ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করা হয়েছে এবং প্রথমবারের মত উজবেকী ভাষায় পবিত্র কুরআন শরিফ অনুবাদ করা হয়েছে।
ফারিয়াব প্রদেশে শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মাওলাভী আব্দুল হাসিব বলেছেন: বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদের মাধ্যমে সকল ভাষীদের মাঝে পবিত্র কুরআন শরিফের অর্থ সহজেই পৌঁছে যাচ্ছে।
2670632