কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তান জুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ দিনে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে কুরআন, না’য়ত ও হামদ পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আর এ উপলক্ষে পাকিস্তানের সোয়াত শহরের মিঙ্গোরার কলেজে কুরআন, না’য়ত ও হামদ পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতা মিঙ্গোরার কলেজের ‘উদুদিয়া’ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
মিঙ্গোরার কলেজের প্রধান সৈয়দ জাহির শাহ এ প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন: কলেজের কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
2670563