বার্তা সংস্থা ইকনা’র সাথে মুসলিম শিক্ষার্থীদের জন্য পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পরিচালক হামিদ সাবের ফারজাম জানিয়েছেন: ৪র্থ জানুয়ারিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য পঞ্চতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এ অনুষ্ঠানে ইরানের সংসদ স্পিকার জনাব আলী লরিজানী উপস্থিতি থাকবেন।
তিনি বলেন: সমাপনী অনুষ্ঠানের পূর্বে স্থানীয় সময় ১৫টা থেকে ১৭টার মধ্যে তেলাওয়াত বিভাগে পাঁচ জন ক্বারির উপস্থিতিতে চূড়ান্ত পর্যায়ের পর্ব শুরু হবে এবং ১৮টা থেকে ১৯:১৫ পর্যন্ত কুরআন হেফজ বিভাগের পর্ব শুরু হবে। হেফজ বিভাগে পাঁচ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।
সাবের ফারজাম বলেছেন: উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সাড়ে ৭টায় সংসদ স্পিকার জনাব আলী লরিজানী এবং তেহরানের মেয়র মুহাম্মাদ বাকের কলিবফের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সচিব জানিয়েছেন: প্রতি বিভাগে প্রথম স্থানে অধিকারীদেরকে পুরস্কার হিসেবে ৩০টি স্বর্ণ মুদ্রা অথবা তার সমপরিমাণ অর্থ অনুদান করা হবে।
তিনি প্রতিযোগিতার মূল্যায়নের ব্যাপারে বলেন: উক্ত প্রতিযোগিতার বিচারকদের সাথে কথা বলে বুঝেছি যে, প্রতিযোগিতার মান অনেক উপরে।
সাবের ফারজাম এ প্রতিযোগিতার মান সম্পর্কে বলেন: প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে সবাই একবার পরীক্ষায় দিয়েছে এবং তারা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত পর্যায়ের জন্য নির্ধারিত হয়েছে। আর এ জন্য অন্যান্য বছরের তুলনায় এ প্রতিযোগিতার মান অনেক বেশী।
2670430