IQNA

মিশরে কুরআনের তত্ত্ববিদ আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক গ্রন্থ প্রকাশ

23:52 - January 06, 2015
সংবাদ: 2679862
আন্তর্জাতিক বিভাগ: মিশরের হেলওয়ান প্রদেশের জ্যোতির্বিদ্যা ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞান ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের সৌর পদার্থবিদ্যার অধ্যাপক মুসলেম শালতুতের লিখিত কুরআনের তত্ত্ববিদ আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক গ্রন্থ প্রকাশ প্রকাশ হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হেলওয়ান প্রদেশের জ্যোতির্বিদ্যা ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞান ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের সৌর পদার্থবিদ্যার অধ্যাপক মুসলেম শালতুতের আরবী ভাষায় লিখিত কুরআনের তত্ত্ববিদ আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক «التفسیر العلمى للآیات الکونیة فی القرآن الکریم» গ্রন্থ প্রকাশ প্রকাশ হয়েছে।
এ গ্রন্থের লেখক শালতুত বলেছেন: সম্প্রতি অ-বিশেষজ্ঞ ব্যক্তি কর্তৃক কুরআনের তত্ত্ববিদ আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিষয়ক গ্রন্থ প্রকাশ হয়েছে এবং এ গ্রন্থ জনগণের নিকট অতি জনপ্রিয় হয়েছে।
তিনি আরও বলেন: «التفسیر العلمى للآیات الکونیة فی القرآن الکریم» গ্রন্থে পবিত্র কুরআনের তত্ত্ববিদ মধ্যে মোজেজার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যা এর পূর্বে কোন গ্রন্থ প্রকাশিত হয়নি।
2676622

captcha