IQNA

ইন্দোনেশিয়ায় ‘’ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের পক্ষ থেকে বিশেষ কুরআনিক কোর্স

23:56 - January 17, 2015
সংবাদ: 2719419
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের পক্ষ থেকে কুরআনের শিক্ষকদের জন্য বিশেষ কুরআনের কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত ইমাম হুসাইন (আ.) নামক দারুল কুরআন। শিক্ষকদের জন্য উক্ত  কুরআনের কোর্স ৬ই জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ২০শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আগত ২৩ জন কুরআনের শিক্ষক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত কুরআনের শিক্ষকদের জন্য বিশেষ কুরআনের কোর্সের তত্ত্বাবধায়ক হাজি মুহাম্মাদ বাকির মানসুরী এ প্রশিক্ষণ কোর্স সম্পর্কে জানিয়েছেন: ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশের ১৪ট ধর্মীয় ইন্সটিটিউট এবং মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে ইন্দোনেশিয়ার অন্যান্য রাজ্যে এধরনের কোর্সের সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য,  বিগত চার বছর যাবত ইন্দোনেশিয়া এবং  দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের কার্যক্রম সম্প্রসারণ হয়েছে এবং এর সূত্রধরে সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইমাম হুসাইন (আ.) দারুল কুরআনের উদ্বোধন হয়েছে।
2718153

captcha