IQNA

গাজার ৮৪৩ জন হাফেজদের সম্মাননা প্রদর্শন করল দারুল কুরআন

11:39 - January 26, 2015
সংবাদ: 2766588
আন্তর্জাতিক বিভাগ: গাজার দারুল কুরআন এক মহতী অনুষ্ঠানের মাধ্যমে ৮৪৩ জন হাফেজদের সম্মাননা প্রদর্শন করেছে।

বার্তা সংস্থা ইকনা: গাজার দারুল কুরআন এবং সুন্নত সেন্টার থেকে ২০১৪ সালে ৮৪৩ জন কুরআনের হাফেজ হয়েছেন। উক্ত কুরআনিক সেন্টার সকলকে সম্মাননা প্রদর্শন করেছে।
গাজার ‘রাশাদুল শাওয়া’ নামক মিলনাতায়নে ২৫শে জানুয়ারিতে ‘ফুউজুল কুরআনিল আকসা’ (আল আকসা কুরআনিক গ্রুপ) শিরোনামে একটি অনুষ্ঠানের মাধ্যমে হাফেজদের সম্মাননা প্রদর্শন করা হয়।
উক্ত সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানে গাজার লেজিসলেটিভ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আহমেদ বাহার, জামিয়াতে শুরাকার প্রধান ওলিদুল আমুদ, দুরুল কুরআনুল কারিমের প্রধান আব্দুর রহমান আল জামাল, আল-আকসার পরিচালক ‘আহমেদ ছাবেত এবং গাহার কুরআনিক কর্মীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ অনুষ্ঠানে গাজার দারুল কুরআন এবং সুন্নতের প্রধান উক্ত সেন্টারের কার্যক্রম সম্পর্কে বলেন: এ সেন্টার থেকে ২০১৪ সালে ৮৪৩ জন কুরআনের হাফেজ হয়েছে এবং ৬০ হাজারের অধিক কুরআন তেলাওয়াত এবং তেলাওয়াতের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। ৪৫ জনের অধিক সম্পূর্ণ কুরআন এবং অনেকেই কুরআনের কয়েক পারা মুখস্থ করেছে এবং ৩০ জনের অধিক শ্রবণশক্তিহীন ইশারার মাধ্যমে কুরআন তেলাওয়াত শিক্ষা অর্জন করেছে।
উক্ত অনুষ্ঠানের শেষ প্রান্তে আল আকসা সংস্থার পরামর্শে গাজার দারুল কুরআন ও সুন্নত সংস্থা কুরআন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে এবং পরবর্তীতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
2765463

captcha