বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে ইংল্যান্ডের প্লাক গেইট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এ দিবসটি পালন করেছে। সামাজিক সংযোগ প্রচারের উদ্দেশ্য বিগত তিন বছর যাবত ১ম ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হয়ে আসছে।
অমুসলিম নারীদের হিজাব ব্যাবহারের জন্য নিমন্ত্রণ করে অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতা এবং অন্যান্য ধর্মের মধ্য সমঝোতা বৃদ্ধির উদ্দেশ্যে নিউ ইয়র্কের নাজমা খান তিন বছর পূর্বে হিজাব দিবসের পরিকল্পনা গ্রহণ করেন এবং সে বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হিজাব দিবস পালিত হয়ে আসছে।
ইংল্যান্ডে ৬ কোটি ৩ লাখ জনগণের মধ্যে মাত্র ৫ শতাংশ জনগণ মুসলমান এবং হিজাবী নারীর কোন সঠিক পরিসংখ্যান নেই। তবে বাহ্যিক ভাবে দেখা যায় যে, সেদেশে হিজাবী নারীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
ল্যাঙ্কাশায়ার শহরের মসজিদ কাউন্সিলের প্রধান আব্দুল হামিদ কোরেশী বলেন: পবিত্র কুরআন নারীদেরকে হিজাব করার নির্দেশ দিয়েছে।
প্লাক গেইট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শায়েস্তা রেজা’র উদ্যোগে আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হয়েছে।
তিনি বলেন: সুন্দর ভাবে এ অনুষ্ঠান পালিত হয়েছে। স্কুলের অনেক ছাত্রী এবং কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
রেজা বলেছেন: এ অনুষ্ঠানের মাধ্যমে হিজাব সম্পর্কে অমুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয় যে, কেন মুসলিম নারীরা নিজের ইচ্ছায় হিজাব পরিধান করে এবং কেন এর প্রতি সম্মাননা প্রদর্শন করে।
2792714