আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : এ সমাবেশ পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মুসলমানের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামি এ সমাবেশে অংশগ্রহণের জন্য আপামর মুসলিম জনতার প্রতি আহবান জানিয়েছে।
আগামী ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার আখেরী মোনাজাতের মাধ্যমে এ মহাসমাবেশের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, তাবলিগ জামায়াত প্রতি বছর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের আরো তটি এজতেমা’র আয়োজন করে থাকে। পাকিস্তানের এজতেমাটি পাঞ্জাব রাজ্যের লাহোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ‘রাইওয়ান্দ’ গ্রামে, ভারতের এজতেমাটি ভুপালে এবং বাংলাদেশে ঢাকার অদূরে অবস্থিত টঙ্গিতে আয়োজন করে থাকে।