বার্তা সংস্থা ইকনা: একেশ্বরবাদী ধর্মের আলোকে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের নির্বাহী সচিব ‘ফারিবোর্জ রাহদান’ বলেছেন: এ গুরুত্ব সেমিনারে বিশ্বের ৩৫টি দেশের ৬টি একেশ্বরবাদী ধর্মের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবে।
তিনি বলেন: এ সম্মেলনে প্রবন্ধ জমা দেওয়ার জন্য প্রায় ছয় মাস আগে থেকে সকলকে জানানো হয়েছে এবং এপর্যন্ত ১৫১টি প্রবন্ধ আমাদের নিকট পৌঁছেছে।
তিনি বলেন: ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দ্বারা উক্ত প্রবন্ধগুলো মূল্যায়ন করা হয়েছে এবং এর মধ্যে ৮৬টি প্রবন্ধ গৃহীত হয়েছে।
তিনি আরও বলেন: এ প্রবন্ধের মধ্যে ১০টি শীর্ষ স্থানীয়, ২৬টি পছন্দসই এবং ৫০টি প্রবন্ধ প্রিন্ট করা হবে। উক্ত শীর্ষক সেমিনারে ১০টি শীর্ষ স্থানীয় প্রবন্ধের লেখকদের মূল্যবান পুরস্কার ভূষিত করা হবে।
ফারিবোর্জ রাহদান বলেন: একেশ্বরবাদী ধর্মের আলোকে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে সাবেঈনের নেতা (হযরত ইয়াহিয়া (আ.)এর অনুসারীগণ), ইরানের জরথুস্তের নেতা এবং ইরানের ইহুদিদের নেতাবর্গ উপস্থিত থাকবেন।
2798480