IQNA

রাশিয়ায় মুসলমানদের জন্য বিশেষ মোবাইল ফোন বিক্রয়

3:42 - February 05, 2015
সংবাদ: 2812531
আন্তর্জাতিক বিভাগ: বর্তমানে রাশিয়ার বাজারে মুসলমানদের জন্য বিশেষ মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। এ মোবাইল ফোনে পূর্বে থেকেই কুরআনের সফটওয়্যার ইন্সটল করা রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ মোবাইল ফোনে একটি ন্যাভিগেটর দ্বার সজ্জিত করা রয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর স্থান এবং কিবলা দিক নির্ধারণ করে।
রাশিয়ার মুসলিম নরী সমিতির সভাপতি ন্যাইলা যিগানশীনা বলেন: এ মোবাইল ফোনে আরবি ভাষায় কুরআন সহ রাশিয়ান ভাষায় এর অনুবাদ রয়েছে।
এছাড়াও এ মোবাইল ফোনে নামাজের সময়সূচীও ঘোষণা করে।
উক্ত মোবাইল ফোনটি চীনের প্রযুক্তির সহযোগিতায় রাশিয়ার Bykyv কোম্পানি নির্মাণ করেছে। এটির মূল্য ৩১ ডলার নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে সবুজ, কালো এবং লাল রঙ্গের এ ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
2809423

captcha