বার্তা সংস্থা ইকনা: ওকলাহোমায় আমেরিকা-ইসলামিক রিলেশন কাউন্সিলের শাখার পক্ষ থেকে ২৫শে ফেব্রুয়ারি প্রথম বারের মত “মুসলিম দিবস” উদযাপন হবে।
ওকলাহোমায় আমেরিকা-ইসলামিক রিলেশন কাউন্সিলের শাখার নির্বাহী পরিচালক আদম সুলতান বলেছেন: এ অনুষ্ঠান আমেরিকার মুসলিম নাগরিক প্রবৃত্তি এবং আইনের সাথে যোগাযোগ করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ অনুষ্ঠানের মাধ্যমে মুসলমানেরা প্রতিনিধিবর্গ এবং সেনেটারের সাথে সাক্ষাত করবেন।
2814684