IQNA

ইংল্যান্ডে “পশ্চিমা যুবক এবং ভবিষ্যত চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার

23:21 - February 06, 2015
সংবাদ: 2815816
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডে ইসলামিক সেন্টারে ২১শে ফেব্রুয়ারি আরবি ভাষায় “পশ্চিমা যুবক এবং ভবিষ্যত চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ‘ইসলাম ও জীবন’ নামক সেমিনারের ধারাবাহিকতায় “পশ্চিমা যুবক এবং ভবিষ্যত চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার ২১শে ফেব্রুয়ারি স্থানীয় সময় ১৮টায় অনুষ্ঠিত হবে। 
এ সম্মেলনে উপনিবেশদের সামাজিক সমস্যা, সমাজের সংস্কার এবং চ্যালেঞ্জের ক্ষেত্রে যুবকদের ভূমিকা সহ অন্যান্য বিষয় আলোচনা করা হবে।
ইংল্যান্ড ইসলামিক সেন্টার সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ আলী শুমলী এবং কালচার রিলেশনের কর্মী ও বিশেষজ্ঞ উক্ত সম্মেলনে বক্তৃতা পেশ করবেন।
এছাড়াও আরবি বিশেষজ্ঞ আল হাজ্জা য়ারুবা ও এমাদুল আবাদী এবং সমিনারের পরিচালক আহমাদুল হালাফী এ সেমিনারে বক্তৃতা পেশ করবেন।
2809451

captcha