বার্তা সংস্থা ইকনা: ‘গুহারহায়ে হাকিমানে’ (জ্ঞানের রত্ন) এবং ‘নেসায়িহে আয়াতুল্লাহ’ (আয়াতুল্লাহ’র পরামর্শ) গ্রন্থ দু’টি পাকিস্তানের জুলফিকার আলী সায়িদী অনুবাদ করেছে এবং এ গ্রন্থ দু’টি জামিয়াতে ফাতেমিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রিন্ট ও প্রকাশ হয়েছে।
ইসলামাবাদের ওলামা হুজ্জাতুল ইসলাম নাকাভী জানিয়েছেন: শীঘ্রই আয়াতুল্লাহ বাহজাতের (রহ.) আরও তিনটি গ্রন্থ উর্দু ভাষায় অনুবাদ করা হবে এবং আগ্রহী ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, এ দু’টি গ্রন্থের মূল্য পাকিস্তানেরা ৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে।
বলাবাহুল্য, এপর্যন্ত ইমাম খোমেনীর (রহ.),হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী, ওস্তাদ শহীদ মুর্তজা মুতাহারী সহ অন্যান্য ইসলামিক লেখকদের গ্রন্থ উর্দু ভাষায় অনুবাদ হয়েছে।
2822530