বার্তা সংস্থা ইকনা: ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী এবং প্রভাতের দশক উপলক্ষে ইরানী কালচারাল সেন্টার, মালয়েশিয়ায় এক মহতী উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বিশেষ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইরানের বুশাহর থেকে সঙ্গীত শিল্পীর একটি দল মালয়েশিয়ায় ভ্রমণ করবে। উৎসব অনুষ্ঠান ২২শে বাহমান (ইরানী ১১তম মাসের নাম) তথা ১১ই ফেব্রুয়ারি মালয়েশিয়ার Ampang রোডের নিকটে Ampang Park ও Klcc চৌরাস্তার মধ্যবর্তী অঞ্চলে সাংস্কৃতিক কমপ্লেক্স MCA অ্যামিপ থিয়েটারে স্থানী সময় ১৭ থেকে ১৯টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য ইরানী কালচারাল কাউন্সিলার সকল আগ্রহ ব্যক্তি বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থিত ইরানীদের নিমন্ত্রণ করেছেন।
2831587