বাতা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৬তম ইসলামী বিপ্লবের মহান বিজয় বার্ষিকী উপলক্ষে এ ম্যাগাজিন প্রকাশ হয়েছে।
এ ম্যাগাজিনের শিরোনাম হিসেবে মুহাম্মাদ রেজা মুতাজাদ্দিয়ানের লেখা ‘ইসলামী বিপ্লবে সময়ের ভাষা’, ইমাম মুসা সাদরের লিখিত ‘ ইসলামী বিপ্লবের সংজ্ঞা’, শাহরিয়ার যারশেনাসের লিখিত ‘আধুনিক বিপ্লব’, হুসাইন খাযায়ীর লিখিত ‘অসমাপ্তি প্রশ্নের উত্তর’ এবং ‘ইসলামী প্রজাতন্ত্রের শেষ যুদ্ধ’ এবং পাহলভির বর্ণনামূলক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।
এছাড়াও এ ম্যাগাজিনে ‘যুদ্ধের চিত্র’, ‘বেহেস্তে যার সাক্ষাতকারের অপেক্ষায় আছি’, ‘ভালোবাসা আমার পরিবারের অহংকার’, ‘ইমামযাদে দাউয়ুদের মাযার পর্যন্ত হেটে যাওয়া’ এবং ইজ্জাতুল্লাহ আনসারীর সাক্ষাতকার সহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী ৪৪ পাতার এ ম্যাগাজিনটি পরিদর্শন করার জন্য এখানে ক্লিক করতে পারেন।
2831545