বার্তা সংস্থা ইকনা: জাফরিয়া ছাত্র সংগঠনের (JSO) নারী বিভাগের পক্ষ থেকে হিজাব সপ্তাহ উদযাপন হয়েছে। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পশ্চিমা সাংস্কৃতিক মোকাবেলা ও তাদের ব্যভিচার বিস্তারের প্রতিরোধ এবং ইসলামী সমাজে বেহিজাবী বিস্তারের প্রতিরোধ করা।
হিজাব সপ্তাহ ১৩ই ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। হিজাব এবং ইসলামী মূল্যবোধ বজায় রাখার জন্য এ সপ্তাহে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হবে।
2857407