IQNA

ইরাকে ‘নারীর হিজাব’ শীর্ষক পুস্তিকা প্রকাশ

10:32 - February 23, 2015
সংবাদ: 2885858
আন্তর্জাতিক বিভাগ: আয়াতুল্লাহ নুরী হাতাম সায়েদীর রচিত ‘হিজাবুল মাররা’ শীর্ষক পুস্তিকা প্রিন্ট এবং প্রকাশ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৫৩ পাতা বিশিষ্ট উক্ত পুস্তিকায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হিজাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ইসলাম ধর্মে হিজাবের উদ্দেশ্য, নারীদের ব্যক্তিত্বে হিজাবের ভূমিকা, ইসলামী পরিবার এবং সমাজে হিজাবের প্রভাব এবং হিজাবের বিষয়ে পুরুষদের দায়িত্ব সহ অন্যান্য বিষয়ে এ পুস্তিকায় আলোচনা করা হয়েছে।
এছাড়াও এ গ্রন্থে ‘হিজাব: ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক’, ‘সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে হিজাব কি নারীর বাধা হতে পারে’ এবং ‘হিজাব সম্পর্কে কুরআনের আয়াত পর্যালোচনা’ শিরোনাম উল্লেখ করা হয়েছে।
2885758

captcha