বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার ধর্ম মন্ত্রী মুহাম্মাদ আব্দুস সাত্তার আল সৈয়দ এ প্রতিষ্ঠান উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে বলেন: বর্তমানে সিরিয়া ও ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হচ্ছে সেগুলো ইসলামের ধ্বংসের জন্য করা হচ্ছে।
তিনি বলেন: সভ্যতা, সংস্কৃতি, ক্ষমা ও করুণার ধর্ম ইসলাম এবং নৈতিকতা ও মানবিক থেকে কখনোই এটাকে পৃথক করা যাবে না। কারণ এ ধর্ম সকলের জন্য শান্তির বাহক।
মুহাম্মাদ আব্দুস সাত্তার আল সৈয়দ বলেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাত থেকে ইসলাম ধর্মকে (বিকৃত হওয়া হাত থেকে) রক্ষা করাই হচ্ছে সুন্নতে নাবাবী এবং দারুল কুরআন ‘আল ফাতহ’র প্রধান উদ্দেশ্য।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়।
2889296