বার্তা সংস্থা ইকনা : পবিত্র কুরআন তেলাওয়াত, হযরত যায়নাব (সা. আ.) এর শানে কাসিদা ও মানকাবাত পাঠ ও বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসার কর্মকর্তাগণ ‘ইসলাম ধর্মে নারী’ ও ‘হযরত যায়নাব (সা. আ.) এর জীবনী’র উপর আলোকপাত করে বক্তব্য ।
বক্তারা, ইমাম হুসাইন (আ.) এর বোন হযরত যায়নাব (সা. আ.) কে কারবালার প্রকৃত বার্তাবাহী বলে উল্লেখ করে বলেন : ইসলাম ধর্মে নারী বিশেষ মর্যাদার অধিকারী। সন্তান লালন-পালন ছাড়াও হিজাব রক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নারী। আর এ বিষয়ে আমরা হযরত যায়নাব (সা. আ.) কে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অনুষ্ঠান শেষে সক্রিয় ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।