IQNA

পাকিস্তানে হযরত ফাতিমা (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকীর প্রস্তুতি

19:33 - March 01, 2015
সংবাদ: 2914433
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন হোসাইনিয়া ও মসজিদে শোক মজলিসের আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহর সহ বিভিন্ন শহরের হোসাইনিয়া ও মসজিদে শোক মজলিসের আয়োজন করেছে।
‘ইমাম যামান (আ.)এর জন্য অপেক্ষাকৃত যুবক’ সংগঠনের সদস্যরা কোয়েটার মুমিন আবাদ হোসাইনিয়াতে ২য় মার্চ থেকে দুদিন ব্যাপী বিশেষে শোকানুষ্ঠানের আয়োজন করেছে। এ শোকানুষ্ঠানে হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম হোসাইন ওজাদানী বক্তৃতা পেশ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, ৪ থেকে ৬ষ্ঠ মার্চ পর্যন্ত কোয়েটার সৈয়দ আবাদ হোসাইনিয়াতে আহলে বাইত (আ.)এর মুসিবতের আলোকে পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রেজা নাসের আব্বাস জাফারী বক্তৃতা পেশ করবেন।
উক্ত শোকানুষ্ঠান স্থানীয় সময় ২১টায় শুরু হবে এবং সকল আহলে বায়েত ভক্তদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
2913160

captcha