বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনারে ইরানের কালচারাল সেন্টারের প্রধান মাহদী যারায় বিএইব এবং তার উপদেষ্টা আলেমী উপস্থিত ছিলেন।
উক্ত শীর্ষক সেমিনারে ভারতের ওলামাগণ একে অপরের সাথে সাক্ষাৎ ছাড়াও হযরত ফাতিমা যাহার (সা. আ.)এর পবিত্র শাহাদত বার্ষিকী সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ভারতের ওলামাগন সেদেশের বিভিন্ন মসজিদ ও হোসাইনিয়াতে হযরত ফাতিমা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকীর তাবলীগ করার উদ্দেশ্যে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকীর বিষয় ছাড়াও পরিবারের গুরুত্ব, হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জীবনী এবং তাঁর কর্মদক্ষতা ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এ শীর্ষক সেমিনারে ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর আদর্শকে প্রতিটি পরিবারে বাস্তবায়ন করার প্রতি ইঙ্গিত করেছেন।
এছাড়াও শীর্ষক সেমিনারে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে ফার্সি, উর্দু এবং ইংরেজি ভাষায় ডিজিটাল গ্রন্থের (সিডি) উদ্বোধন হয় এবং উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়।