বার্তা সংস্থা ইকনা: উক্ত বই মেলায় ইরাকের ১৫টির অধিক প্রকাশক ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক গ্রন্থ উপস্থাপন করেছে।
ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযার যিয়ারত করতে আসা বিদেশী যায়েরগণ বই মেলাকে ব্যাপক স্বাগত জানিয়েছেন এবং এ বই মেলার বিভিন্ন স্টল থেকে যথেষ্ট পরিমাণ গ্রন্থ বিক্রয় হচ্ছে।
উক্ত বই মেলা সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত আগ্রহী ব্যক্তিমণ্ডলীর জন্য ১৭ই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
2920246