IQNA

মিশরে কুরআন ও সুন্নতের মুজিযা’র আলোকে গবেষণামুলক আন্তর্জাতিক প্রতিযোগিতা

23:22 - March 04, 2015
সংবাদ: 2928900
আন্তর্জাতিক বিভাগ: মিশরের ফয়সাল নামক ইসলামী ব্যাংকের সহযোগিতায় আল আজহারের কুরআন ও সুন্নতে নবাবীর বৈজ্ঞানিক মুজিযা কমিটির পক্ষ থেকে ‘কুরআন ও সুন্নতের মুজিযা’র আলোকে গবেষণামুলক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রধান শর্ত হচ্ছে, কুরআন ও সুন্নতের মুজিযা’র ওপর নিজেদের গবেষণা গুলো ইংরাজি অথবা আরবি ভাষায় হতে হবে এবং এ গবেষণা গুল পূর্বে অন্য কোন প্রতিযোগিতায় প্রদান না করা হয়।
মিশরের আল আজহারের কুরআন ও সুন্নতে নবাবীর বৈজ্ঞানিক মুজিযা কমিটির পক্ষ থেকে পূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। পবিত্র কুরআনের যে কোন একটি বৈজ্ঞানিক সত্যতার ওপর গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করতে হবে।
এছাড়াও উক্ত প্রতিযোগিতার শর্তবালির মধ্যে প্রস্তাবিত গবেষণা স্বাধীন সারাংশ এবং ১০০ পাতার অধিক হতে হবে।
এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ২৩ জনের জন্য ৫৫ হাজার পাউন্ড নির্ধারণ করেছে আল আজহারের কুরআন ও সুন্নতে নবাবীর বৈজ্ঞানিক মুজিযা কমিটি। প্রথম স্থানের অধিকারীকে ১৫ হাজার পাউন্ড, দ্বিতীয় স্থানের অধিকারীকে ১০ হাজার পাউন্ড এবং তৃতীয় স্থানের অধিকারীকে ৫ হাজার পাউন্ড অনুদান করা হবে।
এছাড়াও পরবর্তী ৫ জনকে উদ্দীপক পুরস্কার হিসেবে ২ হাজার পাউন্ড এবং এক হাজার পাউন্ড করে ১৫ জনকে অনুদান করা হবে।
এ প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, ২০শে জুনের মধ্যে নিজেদের গবেষণাগুলো প্রতিযোগিতার সচিবলায়ে জমা দিতে হবে।
2924480

captcha