IQNA

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজারবাইজানে শোক মজলিশ পালিত

0:49 - March 05, 2015
সংবাদ: 2929903
আন্তর্জাতিক বিভাগ: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরার (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজারবাইজানের বাকু শহরে ইরানী দূতাবাসের ‘শাহরিয়ার’ নামক স্কুলে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র বাকুর প্রতিনিধি সাইয়্যেদ আলী আকবার উজাক নিজাদ।
উক্ত শোকানুষ্ঠানে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং আহলে বাইত (আ.)এর শানে কবিতা এবং গজল পরিবেশন করা হয়।
2925737

captcha