IQNA

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে আজারবাইজানে প্রদর্শনী

23:53 - March 05, 2015
সংবাদ: 2934023
আন্তর্জাতিক বিভাগ: আজারবাইজানের রাজধানী বাকুতে নবী নন্দিনী নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরার (সা. আ.) জীবনীর সাথে সেদেশের নাগরিকদের পরিচয় করানোর উদ্দেশ্য ‘বfইতুল আহজান’ শিরোনামে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী ‘বেইতুল আহজান’ (শোক গৃহ) শিরোনামে নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরার (সা. আ.) জীবনী পরিচয় করানোর উদ্দেশ্য ৩য় মার্চ শাহরিয়ার নামক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
হযরত ফাতিমা যাহরার (সা. আ.) বাড়ি এবং তাঁর নামাজের স্থানের দৃশ্য সহ জীবনের অন্যান্য দৃশ্য দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য, আজারবাইজানের আধ্যাত্মিক-জাতীয় মূল্যবোধ সংস্কৃতি সেন্টারের সাথে সম্পর্কিত নারগিস নামক নারীদের এসোসিয়েশন পক্ষ থেকে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রদর্শনী ৩য় মার্চে শুরু হয়েছে এবং দর্শনার্থীদের প্রদর্শনের জন্য ৫ম মার্চ পর্যন্ত অব্যাহত ছিলো।
2923452

captcha