IQNA

গিনির রাজধানীতে কিং ফয়সাল মসজিদ পুনরায় চালু 

12:48 - December 21, 2023
সংবাদ: 3474813
ইকনা: কিং ফয়সাল মসজিদ, যা আফ্রিকার বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত, সৌদি আরবের সহায়তায় পুনর্নির্মাণের পরে পুনরায় চালু করা হয়েছিল।
গিনির রাজধানী কোনাক্রিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার বৃহত্তম কিং ফয়সাল মসজিদ আবার চালু হয়েছে। সৌদি আরবের দেওয়া পাঁচ মিলিয়ন ডলার অনুদানে এর সংস্কারকাজ সম্পন্ন হয়। 
 
গত ১৫ ডিসেম্বর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল জুমার নামাজের মাধ্যমে তা চালু হয়। এ সময় সেখানে ইমাম হিসেবে ছিলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি।
 
শায়খ আবদুল্লাহ বলেন, ‘সৌদি আরবে প্রতিষ্ঠিত মসজিদ ও ইসলামী কেন্দ্রগুলোর বিস্তৃত সম্পর্কের অংশ হিসেবে এ মসজিদ নির্মাণ করা হয়। ইসলামী কেন্দ্র প্রতিষ্ঠা ও মধ্যপন্থী ইসলাম প্রচারে সৌদি আরব বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এ সময় তিনি গিনির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মামাদি ডুমবুয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
 
গিনির কিং ফয়সাল মসজিদটি ১৯৮২ সালে চালু হয়। এটি আফ্রিকার চতুর্থ বৃহত্তম এবং সাব-সাহারান আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদের শাসনামলে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল তা উদ্বোধন করেন। আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ হওয়ায় এর প্রতি সৌদি সরকারের বিশেষ গুরুত্ব ছিল।
এখানে একসঙ্গে ১২ হাজার লোক নামাজ পড়তে পারেন। সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এখানে ইমাম ও দাওয়াহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

بازگشایی مسجد ملک فیصل در پایتخت گینه کوناکری

بازگشایی مسجد ملک فیصل در پایتخت گینه کوناکری

بازگشایی مسجد ملک فیصل در پایتخت گینه کوناکری

بازگشایی مسجد ملک فیصل در پایتخت گینه کوناکری

 

captcha