
স্প্যানিশ যুবতী কমরা ক্যানসেলা সম্প্রতি মরক্কোর "মোহাম্মদ সাদেস" মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি শুক্রবার এই মসজিদে উপস্থিত হয়ে শাহাদাতাইন পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
কমরা ক্যানসেলো ২০০০ সালে স্পেনে জন্মগ্রহণ করেন। শুক্রবার সকল মুসল্লিদের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করেন। এসময় মসজিদের খতিব ও পেশ ইমাম তাকে শুদ্ধভাবে শাহাদাতাইন পাঠ করান এবং এর মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তারপর তিনি ঘোষণা করেন যে তিনি নিজের জন্য ইসলামিক নাম 'মরিয়ম' বেছে নিয়েছেন এবং তিনি ইসলামকে এর চেতনা ও অর্থে এর নীতি ও শাখায় মেনে চলবেন এবং তিনি স্পেন বা অন্য কোথাও তার মুসলিম ভাই ও বোনদের প্রতি সহানুভূতিশীল হবেন। এই শুভ অনুষ্ঠানের পর মুসল্লিরা তাকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দন জানান।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে মুসলমানদের সংখ্যা বেড়েছে। এই মুসলিমদের অধিকাংশই উত্তর আফ্রিকার ইসলামিক দেশগুলো থেকে আসা অভিবাসী, তবে ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।