IQNA

ইসরাইলের বিরুদ্ধে ইসলামিক জোট গঠনের আহ্বান এরদোগানের

23:11 - September 09, 2024
সংবাদ: 3476003
ইকনা- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইলের ‘ক্রমবর্ধমান সম্প্রসারণবাদের হুমকি’র বিরুদ্ধে মুসলিম দেশগুলোর একটি জোট গঠন করা উচিত। 

সম্প্রতি ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া এক তুর্কি-আমেরিকান নারীকে ইসরাইলি সেনাদের নির্মম হত্যার কথা উল্লেখ করে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সময় গত শনিবার ইস্তাম্বুলে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘ইসরাইলি ঔদ্ধত্য, ইসরাইলি দস্যুতা এবং ইসরাইলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ইসলামিক দেশগুলোর জোট’।
তিনি বলেন, মিসর ও সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে তুরস্ক সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে তার লক্ষ্য হচ্ছে ‘সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সংহতি’ গড়ে তোলা। ইসরাইলের আগ্রাসনের কারণে এখন লেবানন ও সিরিয়াও হুমকির মুখে রয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে এরদোগানের মন্তব্যকে ‘বিপজ্জনক মিথ্যা ও উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।
এরদোগান বলেন: মিশর এবং সিরিয়ার সাথে সম্পর্কের উন্নতির জন্য তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপগুলি ক্রমবর্ধমান সম্প্রসারণবাদী হুমকির বিরুদ্ধে সংহতির লাইন গঠনের লক্ষ্য যা লেবানন এবং সিরিয়াকেও হুমকি দেয়।

captcha