IQNA

পবিত্র রমজান মাসের ২৮তম দিনের দোয়া

16:12 - March 29, 2025
সংবাদ: 3477113
ইকনা- ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২৮তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
 
اَللّـهُمَّ وَفِّرْ حَظّی فیهِ مِنَ النَّوافِلِ، وَاَکْرِمْنی فیهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فیهِ وَسیلَتى اِلَیْکَ مِنْ بَیْنِ الْوَسائِلِ، یا مَنْ لا یَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّینَ .
 
উচ্চারণ: “আল্লাহুম্মা ওয়াফ্-ফির হায্-যি ফি-হি মিনান্ নাওয়াফিল্, ওয়াক্-রিম্-নী ফি-হি বিইহ্-দ্ব-রিল্ মাসাইল, ওয়া ক্বার্রিব্ ফি-হি ওয়াসিলাতি ইলাইকা মিন বাইনিল্ ওয়াসায়িল্, ইয়া মাল্লা-ইয়াশ্-গ্বালুহু ইল্-হাহুল্ মুলিহ্-হীন।”
 
 
 
অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা ! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন , ন্যায়বিচার থেকে টলাতে পারে না।
 
আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।
Day 28 of Ramadan: Today’s Special Supplication

 

ট্যাগ্সসমূহ: নবী ، রোজা ، দোয়া
captcha