IQNA

কারবালায় পবিত্র আশুরার রজনীতে শোকানুষ্ঠান পালন + ছবি

22:04 - July 06, 2025
সংবাদ: 3477657
ইকনা- আশুরার রাত উপলক্ষে ইরাকের কারবালা নগরীতে বিশ্বের বিভিন্ন দেশ এবং ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে আগত অসংখ্য শোকাভিভূত মানুষ উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সাথীদের শাহাদতের স্মরণে শোক পালন করেন।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কারবালায় পবিত্র ইমাম হুসাইন (আ.) ও হাজরত আব্বাস (আ.)এর মাজারে বিপুল সংখ্যক জিয়ারতকারী উপস্থিত হন এবং তারা আশুরার রাতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই কন্দ্রীভূতভাবে শোক পালন এবং কারবালার শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৬ জুলাই) ঘোষণা করেছে, চলতি মহররম মাসের শুরু থেকে এ পর্যন্ত এক মিলিয়ন ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মানুষ ইরাক প্রবেশ করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল আব্বাস আল-বাহাদলি সংবাদ সম্মেলনে জানান: "চলতি মহররম মাসের শুরু থেকে এক মিলিয়ন ১ লক্ষ ৭৬ হাজার ৩১১ জন ইরাকে প্রবেশ করেছে এবং ১০ লাখ ৯ হাজার ৮৬৩ জন দেশ ত্যাগ করেছে।"

তিনি আরও বলেন, আশুরার অনুষ্ঠানে অংশ নিতে কারবালায় ৮৩৩টি মুকিব (অস্থায়ী সেবা কেন্দ্র) নিবন্ধিত হয়েছে, যার মধ্যে ১০টি বিদেশি।

আল-বাহাদলি জানান, কারবালার পুরনো শহরাঞ্চলের আশপাশে সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি, বিশেষ করে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আশুরার আয়োজনে অংশ নিতে সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার আরব ও অ-আরব জিয়ারতকারী স্থল ও আকাশপথে ইরাক প্রবেশ করেছে। 4292810#

 
captcha